আপন ভুবন বৃদ্ধাশ্রমে রহিমা বিবি

আপন ভুবন বৃদ্ধাশ্রমে রহিমা বিবি

আপন ভুবন বৃদ্ধাশ্রমে রহিমা বিবি মাকে ঢাকার এয়ারপোর্ট এর বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করে একজন হৃদয়বান মানুষ দিয়ে যান। সেখানে কে বা কারা রহিমা বিবি মায়ের হাত-পা ভেঙ্গে ভিক্ষাবৃত্তির জন্য রেখে যায়। ওখানে মায়ের নিজের নড়াচড়া করার কোন শক্তি না থাকাতে কেউ এসে যে খাবার দিত সেটুকুই খেয়ে এক জায়গায়ই বসে থাকতেন। এমন কি কুকুর এসে মায়ের পায়ে কামড় দিয়ে ধরার পরও সেটাকে তাড়ানোর শক্তি পর্যন্ত মায়ের শরীরে ছিল না, তখন আশেপাশের লোকজন এসে কুকুরটাকে তাড়ায়। এই পরিস্থিতির কারণে রহিমা বিবি মা অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

আপন ভুবনে আসার পর মাকে দীর্ঘদিন শারীরিক ও মানসিক চিকিৎসা দেওয়া হয়। এখন রহিমা বিবি মা শারীরিক ও মানসিকভাবে বেশ সুস্থ। আপন ভুবন বৃদ্ধাশ্রমের অন্যান্য মায়েদের আপন করে নিয়ে বেশ আনন্দ ও সুখে আছেন। সবাই দোয়া করবেন মায়ের জন্য।

আপন ভুবন বৃদ্ধাশ্রম (চ্যারিটি প্রতিষ্ঠান)। বাসাঃ ৩৬, রোডঃ ২০, সেক্টরঃ ১৩, উত্তরা, ঢাকা৷ যোগাযোগ 01886107109

www.AponBhubon.com