Message from General Secretary, Apon Bhubon
দুই বছর আগের একটি ঘটনা আমাদের জীবনবোধকে সম্পূর্ণভাবে পাল্টে দেয়। মৌচাক মার্কেটের টয়লেটের পাশে ৭৫ বছর বয়স্কা একজন মহিলা পড়ে আছেন। তিন দিন ধরে উনি কিছুই খাননি। কেউ একজন একটি বার্গারের অর্ধেক অংশ তার সামনে ফেলে দেয়। এই বয়স্ক মা হামাগুড়ি দিয়ে খুব কষ্ট করে সেই ফেলে দেওয়া বার্গারটা মাটি থেকে তুলে নেন। খাবারের উপরের ময়লাটুকু হাত দিয়ে মুছে নিয়ে খেতে থাকেন।
মা তো মা-ই, নিজেরই হোক অথবা অন্য কারো। বাংলাদেশের সকল মা থাকবেন সন্তানের সঙ্গে, নাতি-নাতনীর সঙ্গে, এটাই কাম্য। কিন্তু এমন অসংখ্য মা আছেন যারা অকালে হারিয়েছেন সন্তানকে। গৃহহারা হয়েছেন নানাবিধ কারনে। সন্তানহীন, পরিবারহীন এবং আশ্রয়হীন অবস্থায় রাস্তার ফুটপাতে কাটছে তাদের জীবন।
এই মায়েরা জানেন না রাতে থাকবেন কোথায়? আজ খাবেন কি? বয়সের ভারে তারা রোগাক্রান্ত। চিকিৎসা করাবেন কোথায়? কিংবা মারা গেলে কারাই বা তাদের দাফন-কাফন করবে! তাদের জন্য কিছু করার তাগিদ থেকেই আপন ভুবন বৃদ্ধাশ্রম চ্যারিটি প্রতিষ্ঠান এর জন্ম। যাদের কেউ নেই তাদেরকে পরম যত্ন আর মমতায় আশ্রয় দিচ্ছে আপন ভুবন চ্যারিটি প্রতিষ্ঠান। তাদেরকে রাস্তার জীবন থেকে ভালোবাসাময় জীবনে ফিরিয়ে এনেছে আপন ভুবন বৃদ্ধাশ্রম।
গত দুই বছর ধরে এরকম সন্তানহীন, পরিবারহীন এবং আশ্রয়হীন মায়েদের জন্য সংগ্রাম করে যাচ্ছে আপন ভুবন বৃদ্ধাশ্রম চ্যারিটি প্রতিষ্ঠান । সম্পূর্ণ বিনামূল্যে তারা পেয়েছেন সুন্দর থাকার জায়গা, তিনবেলার খাবার, চা-নাস্তা এবং উন্নত চিকিৎসা সেবা। নিজের সন্তান থাকলে তারা যেমন জীবন পেতেন, ঠিক সেভাবেই আমরা তাদেরকে আগলে রেখেছি।
প্রাক্তন ভাইস প্রিন্সিপাল রুমি রহমান
জেনারেল সেক্রেটারিবৃদ্ধাশ্রম কখনো কাম্য নয় আমাদের।
কিন্তু যাদের কেউই নাই, রাস্তায় টয়লেটের পাশে যাদের জীবন, তাদেরকে আশ্রয় না দিলে কোথায় যাবে তারা?
অসহায় আশ্রয়হীন মায়েদের জন্য আমাদের প্রচেষ্টা, রাব্বুল আলামীন কবুল করুন।
মহানুভব, সন্তানহীন, আশ্রয়হীন, রাস্তায় পড়ে থাকা বৃদ্ধা মায়েরা নতুন জীবন পেয়েছেন আপন ভুবন বৃদ্ধাশ্রম চ্যারিটি প্রতিষ্ঠানে। জোর নয়, জবরদস্তি নয়, যদি মন কাঁদে, মানবতার তাগিদে এবং দায়িত্ববোধ থেকে এগিয়ে আসুন। বদলে দিন তাদের জীবন। এই মহৎ কাজে আপনার যাকাত দান সাদকা দিয়ে আমাদের পাশে থাকুন।
আপনার দেওয়া যাকাত সাদকার অর্থে সন্তানহীন, পরিবারহীন এবং আশ্রয়হীন রাস্তায় পড়ে থাকা বৃদ্ধা মায়েদের নিরাপদ আশ্রয়, সাড়া বছরের খাওয়া-দাওয়া এবং চিকিৎসা নিশ্চিত হতে পারে। তারা দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য দোয়া করছেন।
"আপন ভুবন বৃদ্ধাশ্রম" পরিদর্শনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। রাস্তায় কোন মা পড়ে থাকবেনা, খাবেনা ডাস্টবিনের খাবার, মারা যাবেনা বিনা চিকিৎসায়, এটাই আমাদের অঙ্গীকার।
পাশে থাকুন সব সময়।
প্রাক্তন ভাইস প্রিন্সিপাল রুমি রহমান
জেনারেল সেক্রেটারি
আপন ভুবন বৃদ্ধাশ্রম (চ্যারিটি প্রতিষ্ঠান)
বাড়ী ৩৬, রোড ২০, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা।
মোবাইলঃ 01886107109 অথবা 01838641917