Apon Bhubon Trust is a Charity Organization

Apon Bhubon Trust is a non-political, non-profit, charity organization. Apon Bhubon Trust's project Apon Bhubon Old Age Home. Its purpose is to pick up the homeless, childless, abandoned old women lying on the streets and rehabilitate them. Providing free accommodation, food, and medical care. It serves as a true sanctuary where residents are not only provided with essential care but are also embraced with empathy and compassion.
Old Age Home and “Apon Bhubon Old Age Home" is not the same thing. Here are the residents’ mothers who have no one to call their own in this world. Some of these mothers were lying next to the public toilets, some under over bridges, some in dustbins, and some on the footpath. Many of them cannot get out of bed due to the age.
Old age home is never desirable for us. But those who have no one, if they are not given shelter, where will they go?

Foods
Three Times Meals & Two Times Snacks

Within the embrace of our sanctuary, we provide more than mere shelter; we offer a home filled with warmth and comfort. Each mother finds solace in her own private space, adorned with thoughtful amenities to ensure a sense of belonging and security. In our commitment to holistic care, nutrition takes center stage, representing our deep-seated dedication to the well-being of each mother. Three nutritious meals and two light snacks grace our tables daily, serving not only to nourish the body but also to uplift the spirit.

READ MORE

Medical Service
Medicines, Physiotherapy & Treatment

Understanding the distinctive health needs of elderly women, Apon Bhubon Trust prioritizes comprehensive care. A dedicated doctor visits our residence weekly, providing essential medical guidance. Moreover, regular physiotherapy sessions are conducted to elevate the overall well-being of our residents. We ensure round-the-clock support with the presence of two dedicated nurses. In cases of emergency, our mothers are swiftly admitted to top-tier hospitals for optimal treatment.

READ MORE

Safe Shelter &
Beautiful Environment

In our unwavering commitment to providing a secure refuge and a picturesque setting, we ensure that every mother finds comfort and tranquility within our sanctuary. Our facilities boast a high standard of accommodation, where each mother is provided with her own bed in a shared yet cozy environment.

READ MORE

অসহায় আশ্রয়হীন মায়েদের জন্য আমাদের প্রচেষ্টা।

মা তো মা-ই, নিজেরই হোক অথবা অন্য কারো। বাংলাদেশের সকল মা থাকবেন সন্তানের সঙ্গে, নাতি-নাতনীর সঙ্গে, এটাই কাম্য। কিন্তু এমন অসংখ্য মা আছেন যারা অকালে হারিয়েছেন সন্তানকে। গৃহহারা হয়েছেন নানাবিধ কারনে। সন্তানহীন, পরিবারহীন এবং আশ্রয়হীন অবস্থায় রাস্তার ফুটপাতে কাটছে তাদের জীবন।

সন্তানহীন, পরিবারহীন এবং আশ্রয়হীন মায়েদের জন্য সংগ্রাম করে যাচ্ছে আপন ভুবন বৃদ্ধাশ্রম চ্যারিটি প্রতিষ্ঠান । সম্পূর্ণ বিনামূল্যে তারা পেয়েছেন সুন্দর থাকার জায়গা, তিনবেলার খাবার, চা-নাস্তা এবং উন্নত চিকিৎসা সেবা। নিজের সন্তান থাকলে তারা যেমন জীবন পেতেন, ঠিক সেভাবেই আমরা তাদেরকে আগলে রেখেছি।


মানব সেবাই প্রকৃত ধর্ম। ঈশ্বরের নৈকট্য লাভের আরেকটি উপায় হল মানব সেবা। রাস্তায় পড়ে থাকা সন্তানহীন ইয়াতিম বৃদ্ধা মায়েদেরকে সারা জীবনের জন্য সুন্দর থাকার জায়গা, খাওয়া-দাওয়া এবং উন্নত চিকিৎসা দিচ্ছে আপন ভুবন।

Human service is the true religion. Another way to get close to God is human service. Apon Bhubon is providing good accommodation, food and good treatment to the childless old mothers lying on the streets for the rest of their lives.

মা হলো পৃথিবীর এমন এক আশীর্বাদ, যার শূন্য স্থান অন্য কেউ পূরন করতে পারবে না। পক্ষান্তরে, রাস্তায় পড়ে থাকা জনম দুঃখী মায়েদের এভাবে বিনা চিকিৎসায়, অনাহারে মৃত্যুর অপেক্ষা কখনোই কাম্য নয়।

Mother is one such blessing of the world, whose empty space no one else can fill. On the other hand, it is never desirable to wait for the poor mothers lying on the streets to die of starvation without treatment. "Apon Bhubon Trust"

Testimonials

আপনার দেওয়া যাকাত সাদকার অর্থে সন্তানহীন, পরিবারহীন এবং আশ্রয়হীন রাস্তায় পড়ে থাকা বৃদ্ধা মায়েদের নিরাপদ আশ্রয়, সাড়া বছরের খাওয়া-দাওয়া এবং চিকিৎসা নিশ্চিত হতে পারে। তারা দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য দোয়া করছেন।
"আপন ভুবন বৃদ্ধাশ্রম" পরিদর্শনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। রাস্তায় কোন মা পড়ে থাকবেনা, খাবেনা ডাস্টবিনের খাবার, মারা যাবেনা বিনা চিকিৎসায়, এটাই আমাদের অঙ্গীকার।

Your Zakat Sadaq can ensure Safe Shelter, Food and Medical care for Childless, Familyless and Homeless Old Mothers on the streets. They raise their hands and pray to Allah Rabbul Alamin for you and your family.
Kindly request to visit "Apan Bhuvan". No mother will lie on the street, eat dustbin food, die without treatment, this is our pledge.

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন সমূহ:
বাড়ী নাম্বার ৩৬, রোড নাম্বার ২০, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা।
আমাদের এখানে ২৯ জন অসহায় বয়স্ক মা আছেন।
আমাদের এখানে ১ জন ডাক্তার, ২ জন নার্স, ১ জন একাউন্টেন্ট, ৬ জন কেয়ার গিভার, ৩ জন কুক, ২ জন ক্লিনার এবং ১ জন পিয়নসহ মোট ১৬ জন স্টাফ কাজ করেন।
না । এখানে যারা আশ্রিত আছেন তাদের কখনো কোনো টাকা-পয়সা দিতে হয় না। আপন ভুবন বৃদ্ধাশ্রম একটি চ্যারিটি প্রতিষ্ঠান। যাদের কেউ নেই, থাকার জায়গাটাও নেই, শুধুমাত্র তাদেরকেই রাখা হয় এখানে। সম্পূর্ণ বিনামূল্যে সারা জীবনের জন্য তারা পাচ্ছেন নিরাপদ আশ্রয়, তিন বেলার খাবার এবং দুই বেলা চা-নাস্তা, চিকিৎসা এবং বিনোদনের সার্বিক সুবিধা সমূহ।
আমরা যাকাত, সাদকাহ এবং অনুদান গ্রহণ করি।
আপনি সরাসরি এসে অনুদান দিতে পারেন। সেই সাথে নিচের বিকাশ মার্চেন্ট, নগদ মার্চেন্ট কিংবা ব্যাংক একাউন্টে অনুদান পাঠাতে পারেন।

বিকাশ মার্চেন্ট (পেমেন্ট অপশন) 01886107109
নগদ মার্চেন্ট (পেমেন্ট অপশন) 01838641917

Bank Account Details:
A/C Name: Apon Bhubon Trust
Current A/C No.: 1301-000-333331
Mutual Trust Bank PLC
Shah Mokhdum Avenue Branch, Utrara, Dhaka
Routing No.: 145264222
SWIFT: MTBLBDDH
নীচের লিঙ্কে গিয়ে অনলাইনে অনুদান দেওয়া যাবে।
https://aponbhubon.com/donate
https://invoice.sslcommerz.com/invoice-form?&refer=64B64C8958605
এই নাম্বারে (01886107109) যোগাযোগ করে ভিজিট শিডিউল নিতে হবে প্রথমে। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে ভিজিট করতে পারবেন।
তাকে সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রথমে হাসপাতাল থেকে তার ডেথ সার্টিফিকেট সংগ্রহ করতে হয়। তারপর নিকটস্থ থানাকে অবহিত করা হয়। সবশেষে দাফন কাফনের কাজটি আঞ্জুমান এ মফিদুল ইসলাম সংস্থার মাধ্যমে সম্পন্ন করা হয়। এভাবে তিনটি সংস্থার সাথে মিলেমিশে তাদের দাফন কাফনের কাজটি ধর্মীয় রীতি নীতি অনুসরন করে করা হয়।
অত্যন্ত স্বচ্ছতার সাথে ডাবল কলাম ক্যাশবুক মেইনটেন করা হয়। প্রতিমাসের আয়-ব্যয় কঠোরভাবে মনিটর করা হয়। সেই সাথে বছর শেষে অডিট করানো হয়।
১৮৮২ সালে র ট্রাস্ট এক্ট অনুযায়ী নিবন্ধনকৃত। যার রেজিস্ট্রেশন ডিড নাম্বার T-16. 15 Feb 2022.
সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, প্রফেসর, সমাজসেবী এবং মানবদরদী সাতজনের একটি টিম ট্রাস্ট বডিতে আছেন।