Donate

অনুদান

মা তো মা-ই, নিজেরই হোক অথবা অন্য কারো। সন্তানহীন, পরিবারহীন, রাস্তায় পড়ে থাকা বৃদ্ধা মায়েদেরকে নিরাপদ আশ্রয়, সারা বছরের খাওয়া-দাওয়া এবং উন্নত চিকিৎসা দিচ্ছে আপন ভুবন বৃদ্ধাশ্রম চ্যারিটি প্রতিষ্ঠান।

তাদের পুরো বছরের খাওয়া-দাওয়া, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয় সুনিশ্চিত হবে আপনার যাকাত সাদকার বিনিময়ে। চলুন, তাদেরকে রাস্তার জীবন থেকে ভালোবাসাময় জীবনে ফিরিয়ে আনি।

সুরা মুজাম্মিল এ মহান আল্লাহপাক বলেছেন "তোমরা যথা নিয়মে সালাত আদায় কর, যাকাত প্রদান কর, আল্লাহ তা’আলাকে উত্তম ঋণ দাও, আর তোমরা নিজেদের কল্যাণে যা অগ্রে প্রেরণ করবে, তা আল্লাহর কাছ থেকে উত্তম ও শ্রেষ্ঠ প্রতিদান হিসাবে প্রাপ্ত হবে।" 

প্রতি মাসে আপনার যাকাত সাদকাহ আপন ভুবন বৃদ্ধাশ্রম চ্যারিটি প্রতিষ্ঠানে দান করুন।  

মহৎ কাজ একা করা যায়না। সবাই মিলে একটু একটু সাহায্য করলে তা অনেক বড় হয়ে যায়।

আপন ভুবন ট্রাষ্ট
চলতি হিসাব নং ১৩০১-০০০-৩৩৩৩৩১
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
শাহ মখদুম এভিনিউ শাখা, উত্তরা, ঢাকা।

বিকাশ মার্চেন্টঃ ০১৮৮৬ ১০৭ ১০৯ অথবা

নগদ করপোরেটঃ ০১৮৩৮ ৬৪ ১৯ ১৭


Bank
A/C Name: Apon Bhubon Trust
Current A/C No.: 1301-000-333331
Mutual Trust Bank PLC

Shah Mokhdum Avenue Branch, Utrara, Dhaka
Routing No.: 145264222
SWIFT: MTBLBDDH

bKash (Merchant)
+88 01886107109
Nagad (Merchant)
+88 01838641917

সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।

অসহায় আশ্রয়হীন মায়েদের জন্য আমাদের প্রচেষ্টা, রাব্বুল আলামীন কবুল করুন।

আপন ভুবন চ্যারিটি প্রতিষ্ঠান

আপন ভুবন ট্রাস্ট একটি অরাজনৈতিক, অলাভজনক, সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। আপন ভুবন ট্রাস্ট এর প্রকল্প আপন ভুবন বৃদ্ধাশ্রম। এর উদ্দেশ্য হলো রাস্তায় পড়ে থাকা আশ্রয়হীন, সন্তানহীন, পরিত্যক্ত বৃদ্ধা নারীদেরকে তুলে এনে পুনর্বাসন করা। বিনামূল্যে বাসস্থান, খাবার, চিকিৎসা, ভরণপোষণ এবং জীবনের শেষলগ্নে একটি পরিপূর্ণ জীবন প্রদান করা।
বৃদ্ধাশ্রম আর "আপন ভুবন বৃদ্ধাশ্রম" এক কথা নয়। এখানে সেই সকল মায়েদের ঠাঁই হয়েছে, যাদের এ পৃথিবীতে আপন বলতে কেউ নেই। এই মায়েদের মধ্যে কেউ পাবলিক টয়লেটের পাশে, কেউ ওভার ব্রিজের নিচে, কেউ ডাস্টবিনে, কেউবা রাস্তার ফুটপাতে করুন অবস্থায় পড়েছিলেন। তাদের মধ্যে অনেকেই বয়সের ভারে বিছানা থেকে উঠতে পারেন না।
এই মায়েরা জানেন না রাতে থাকবেন কোথায়? আজ খাবেন কি? বয়সের ভারে তারা রোগাক্রান্ত। চিকিৎসা করাবেন কোথায়? কিংবা মারা গেলে কারাই বা তাদের দাফন-কাফন করবে! তাদের জন্য কিছু করার তাগিদ থেকেই আপন ভুবন বৃদ্ধাশ্রম চ্যারিটি প্রতিষ্ঠান এর জন্ম। যাদের কেউ নেই তাদেরকে পরম যত্ন আর মমতায় আশ্রয় দিচ্ছে আপন ভুবন চ্যারিটি প্রতিষ্ঠান। তাদেরকে রাস্তার জীবন থেকে ভালোবাসাময় জীবনে ফিরিয়ে এনেছে আপন ভুবন বৃদ্ধাশ্রম।